Image description

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বুধবার (১৬ জুলাই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় তিন হাজার দুই কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার বা ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার বা ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে (বিপিএম৬)। এর আগে ১২ জুলাই মোট ও নিট রিজার্ভ ছিল যথাক্রমে ২৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার ও ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার (বিপিএম৬)।

এই সময়ে ব্যাংকগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত ডলার ডলার জমেছে, যা চাহিদার অতিরিক্ত। টাকার বিপরীতে ডলারের দাম কমে দাঁড়ায় ১২১ টাকা ৫০ পয়সায়। দুই দিনে ব্যাংকগুলোর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক ৪৮ কোটি ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে কেনা এসব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক চর্চা মেনে নিজেদের মধ্যে নিয়মিত ডলার বেচাকেনা করছে।

রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ডলার কেনায় ব্যাংকগুলো বেশ সংযত। অর্থাৎ তারা কম দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এর ফলে ব্যবসায়ীরা আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছেন। উদ্বৃত্ত ডলার নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনতে শুরু করেছে।