
ইরাকের একটি শপিংমলে আগুন লেগে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এই তথ্য জানিয়েছে দেশটির গভর্নর।
তিনি জনান, মলে ভয়াবহ আগুনে হতাহতের এই ঘটনা ঘটে। তবে হতাহতদের বিষয়ে বিশদ তথ্য জানাননি তিনি।
বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ জন হতাহত হয়েছেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।
সূত্র: আল আরাবিয়া