
আওয়ামী লীগ জঙ্গিরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা গোপালগঞ্জে পদযাত্রা করি। এ পদযাত্রা পূর্বঘোষিত ছিল। কিন্তু সেখানে যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে। দেশবাসী তা দেখেছে। অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
আজ বুধবার (১৬ জুলাই) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সার্জিস আলম, ডা. তাসনিম জারা, মুখপাত্র সামান্তা শারমিনসহ প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর জঙ্গী কায়দায় হামলা করা হয়েছে। আওয়ামী লীগ জঙ্গী বাহিনীতে রুপান্তরিত হয়েছে। গোপালগঞ্জের এনসিপির সমন্বয়কদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। মুজিবাদবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
এ ছাড়াও আগামীকাল সারাদেশে বিক্ষোভ পালন করবে এনসিপির সদস্যরা।