Image description

টুডে ডেস্ক 

জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে পথসভা করার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আশ্চর্যজনকভাবে এই ঘটনায় হামলাকারীদের কোনো পরিচয় নেই। এমনকি এনসিপি নেতারা বারবার হামলাকারীদের পরিচয় তুলে ধরলেও তাদের প্রতি বিন্দুমাত্র অভিযোগের আঙুলও তুলতে নারাজ যেন গণমাধ্যমগুলো। বুধবার এই হামলার ঘটনায় প্রকাশিত সংবাদগুলো ঘেটে এমনটাই দেখা যায়। 


দেশের সর্বাধিক প্রচারিত প্রথম আলোর অনলাইনে প্রকাশিত সংবাদের শিরোনামে বলা হয়, ‘গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২’। ডেইলি স্টার বাংলার শিরোনাম ‘গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২’। ঢাকা ট্রিবিউন বাংলার শিরোনাম ‘গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত অন্তত ২’।  বাংলা ট্রিবিউনের শিরোনাম ‘সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি’।
এসব খবরের ভিতরে হামলাকারী করা এসব তথ্যের কোনো উপস্থিতি নেই।

এদিকে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিরোধের নামে একের পর এক হামলার উস্কানি দিয়ে যাচ্ছেন। এরপরও হামলাকারীদের বর্ণনা দেওয়ার সময় গণমাধ্যমে একদল হামলাকারী একদল জনতা বা গ্রামবাসী উল্লেখ করা হচ্ছে।