
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান হাবিল শহরের বাঁশপট্টি এলাকার মালেক মিয়ার ছেলে।
ওসি মনিরুজ্জামান জানান, হাবিলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, হাবিলের বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তাকে ঝালকাঠি থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।