
দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে বরিশাল বিভাগে অবস্থান করছে। এই ধারাবাহিকতায় সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালের চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন।
চরমোনাই পৌঁছালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রতিনিধিদলকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে দুই দলের নেতারা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।