
কারাবাসের ভয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ৪৫ বছর বয়সি সোহেল পাবনা সদর থানার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা ও পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। পুলিশকে তিনি জানান, কারাবাসের ভয়ে পালিয়ে ভারতে এসেছেন। তার গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ।
এ ঘটনায় সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক নেতার এ ধরনের অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা হয়েছে। লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে রানীতলা থানার পক্ষ থেকে জানানো হয়।