
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৪-এর জুলাই নিছক আবেগ নয়, এটি চিরতরে ফ্যাসিবাদ উৎখাতে একটি রক্তাক্ত বাস্তবতা।
তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা সেদিন রক্ত দিয়ে প্রমাণ করেছে, তারা এই দেশের রক্ষক হতে চায়, শোষক নয়। আজ যারা এই অভ্যুত্থানকে আবেগ বলছে, তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
রোববার (৬ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধাদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, জুলাই আমাদের জন্য প্রতিজ্ঞার মাস। ইসলামী আন্দোলন বাংলাদেশের শত শত নেতাকর্মী আহত হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। আমরা সেই ত্যাগ ভুলিনি। তাই রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে ও নতুন কোনো স্বৈরাচার যাতে জন্ম না নেয়, সে জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় নেতা মুফতি শামসুদ্দোহা আশরাফি, মুফতি রেজাউল করীম আবরার, মুহাম্মদ বদরুজ্জামান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কওমি মাদরাসাবিষয়ক সম্পাদক ইমান মাহদি।
এদিকে জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মাদ আরমান শাফিন বলেন, জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অবদান রয়েছে, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কিন্তু আমরা নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষা অন্তর্ভুক্ত না হওয়ায় হতাশ। জুলাই সনদ বাস্তবায়নে দেরি ও গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নতুন চেহারায় পুরোনো ফ্যাসিবাদ ফেরত আসছে—এটি ঠেকাতে হলে জুলাই চেতনায় ঐক্যবদ্ধ লড়াই দরকার।
মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা সংসদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন, মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ, মুখপাত্র মুশফিকুর রহমান আশিক, সহ-মুখপাত্র মুহাম্মাদ কামরুল হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ লিটন।