Image description

দিনের ভোট রাতে হওয়ার স্বপ্ন দেখে কোনো প্রার্থীর নির্বাচনে আসার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন বলেছেন, আগামী নির্বাচন সুন্দর এং শান্তিপূর্ণ হবে। এই নির্বাচনে যদি কেউ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের মতো ভোট কাটা ও দিনের ভোট রাতে হওয়ার স্বপ্ন দেখে যদি কোনো প্রার্থী নির্বাচন করতে আসেন তাহলে তার নির্বাচনে আসার প্রয়োজন নেই। এবার আর দিনের ভোট রাতেই কেটে বাক্স ভরার সুযোগ পাবেন না। দিনে কেন্দ্র দখল করে ভোট কাটার সুযোগ পাবেন না। যার ভোট তাকেই দিতে হবে। ভোটারদের ওপর অন্যায়-অত্যাচার ও জুলুম করে ভোট নেয়ার সুযোগ নেই। জনকল্যাণমূলক কাজ করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। তাহলেই জনগণ বিএনপিকে ভোট দিবে।

রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় নড়িয়া উপজেলা বাজারের পূর্ব মাথা মাঠে জার্মান প্রবাসী মাসুদুর রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান কিরন বলেন, ‘আমরা আশা করি, আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাবে বলেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আসুন আমরা সকল ভেদাভেদ ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নড়িয়া- সখিপুরের এ আসনটি বেগম খালেদা জিয়াকে পুরস্কৃত করি। বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করি।’

অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদনের সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হাকিমের পরিচালনায় অন্যদের মধ্যে নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর খন্দকার, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, মানবধিকার বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন হাওলাদার, সখিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল সরদার, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল শরীফসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলেরর নেতারা বক্তব্য রাখেন।