
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কালো টাকার ছড়াছড়ি, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী দমননীতি বন্ধ হবে। এই পদ্ধতিই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করতে সক্ষম এবং ভোটারদের মূল্যায়ন নিশ্চিত করবে। শুক্রবার নগরীর পতেঙ্গা এলাকায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম নগর সভাপতি এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম- ১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সেক্রেটারি আবু তালেব চৌধুরী প্রমুখ।