Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. দিদারুল আলম নামে জাতীয় পার্টির (জাপা) এক সাবেক নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

দিদারুল আলম ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম-সম্পাদক।

‎যোগদানকালে তিনি বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবো।

 

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশে তিনি জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমৃত্যু জামায়াতের সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবেন বলে জানিয়েছেন।

যোগদানের পর চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আলা উদ্দিন সিকদার তাকে বরণ করে নেন। এসময় উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।