
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, সরকার যখনই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দর সংস্কারে হাত দিয়েছে, তখনই একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
নোয়াখালী জেলা শহরের নবাব কনভেনশন হলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দলের নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং সমন্বয় কমিটি গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি, নোয়াখালী জেলা শাখা এ মতবিনিময় ও প্রস্তুতি সভা আয়োজন করে।
আবদুল হান্নান মাসউদ বলেন, এনবিআর থেকে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা পাচার হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল হান্নান মাসউদ বলেন, সরকারি চাকরিজীবীদের দুর্নীতি বন্ধে সরকার যখনই ‘দুর্নীতিগ্রস্তদের সরকার চাইলে চাকরিচ্যুত করতে পারবে’ এমন পদক্ষেপ নিয়েছে তখনই ফ্যাসিবাদী আমলাচক্র সরকারের বিরুদ্ধে নেমেছে।
ভারতের সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ভারত আমাদের বারবার চোখ রাঙানি দিচ্ছে। শেখ হাসিনার আমলে চাপে ফেলে ভারত আমাদের দেশের শিল্প খাত, চিকিৎসা খাত, কৃষি কাজের পথে নিয়ে গেছে। ভারত থেকে অস্ত্র কিনতে বাধ্য করা হয়েছিল, মিলিটারি শক্তিকে দায়বদ্ধ করা হয়েছিল। তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারত না, তারা সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।
জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসিরর মাহমুদের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভার উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। এসময় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা উপস্থিত ছিল।