
জামায়াত নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারের মুক্তির রায়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনগুলো মিছিল বের করলে শিক্ষার্থীদের রোষানলে পড়ে তারা।
মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার পর মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার বিজয় একাত্তর হলের সামনে গেলে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে দেখা যায় শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই হলের সামনে থেকেই মিছিল ঘুরিয়ে চলে যায় তারা। এসময় জসীম হল ও হল মাঠ, জিয়া হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে নেট জগতে তোলপাড় চলছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় এলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। সবাই স্লোগান ধরলে পিছু হটে মিছিলটি। এসময় মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ ছিলেন বলেও জানিয়েছেন অনেকে।