
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ শীর্ষক সমাবেশে যুবদল সভাপতি বলেন, আমরা তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠে থাকব।
অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার (২৪ মে) রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বিকালে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশে তিনি এ আহ্বান জানান।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ শীর্ষক সমাবেশে যুবদল সভাপতি বলেন, আমরা তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠে থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যর রাজনৈতিক চেতনায় বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছেন। সেই উদ্বুদ্ধের মশালকে আমরা হাতে নিয়ে সারা বাংলাদেশে তারুণ্যের জয়গান ছড়িয়ে দেব।
তিনি বলেন, তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নেবেন। তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন নাসিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।