Image description
 

সম্প্রতি কক্সবাজার মহেশখালীতে উগ্রবাদী ইসলামপন্থীরা ‘নারীদের ফুটবল খেলা হারাম’ দাবি করে নারী ফুটবলার পারভিন সুলতানার উপর হামলা করে তার পায়ের রগ কেটে দিয়েছে—এমন দাবি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

 

দাবি করা হয় বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হচ্ছে এবং ড. ইউনুসের শাসনামলে ফুটবল খেলার জন্য নারী ফুটবলারের রগ কেটে দেওয়া হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এমন দাবি সত্য নয়। এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

গত ১৪ এপ্রিল মহেশখালীতে হত্যার জেরে স্থানীয় উত্তেজিত জনতা পারভিনের বাড়িতে হামলা—কে নতুন করে ধর্মীয় উগ্রবাদ দাবি করে প্রচার করা হচ্ছে।
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ঘটনার সঙ্গে ধর্মীয় উগ্রবাদের কোনো সম্পর্ক নেই।
পুলিশ, স্থানীয় সাংবাদিক এবং জাতীয় দৈনিকের তথ্য মতে, কক্সবাজারের মহেশখালীতে গত ১৪ এপ্রিল তুচ্ছ ঘটনার জেরে আব্দুর রশিদ (৫০) নামে বিএনপির এক কর্মীকে হত্যা করা হয়।
আব্দুর রশিদের পরিবারের করা মামলার তথ্য এবং পুলিশের ভাষ্যমতে, স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের সাথে নিহত বিএনপি কর্মী রশিদ আহমদের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয় এবং তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

 

narifootballnarifootball



কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ১৪ এপ্রিলের স্থানীয় জনতার হামলাকে বর্তমানে ধর্মীয় হামলা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এই হামলার সঙ্গে ধর্মীয় উগ্রবাদের কোনো সম্পর্ক নেই।
মঞ্জুরুল হক আরও বলেন, “পারভিনের রগ কাটার সংবাদটি ভুয়া। এবং পারভিনের বাড়িতে হামলার প্রেক্ষিতে পারভিনের পরিবার আদালতে মামলা দায়ের করে, সেখানে ভাঙচুরের কথা উল্লেখ করা হয়। রগ কাটার তথ্য সেখানে নেই।”

তিনি বলেন, রশিদ হত্যার জেরে পারভিনের দুই ভাই কামরুল হাসান ওরফে রোমা এবং হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পারভিন এবং তার অপর ভাই এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় এক সাংবাদিক জানান, পারভিনের রগ কাটার তথ্য ভিত্তিহীন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে পারভিন এমন দাবি করেন।
সুতরাং, ফুটবল খেলা কে কেন্দ্র করে নারী ফুটবলার পারভিনের পায়ের রগ কেটে দেওয়ার দাবি ভিত্তিহীন।