Image description

সাংবাদিকতার অবস্থা দেখেন।

ইলিয়াস ক্লিয়ারলি একটা ডিসইনফরমেশন ছড়িয়েছেন। তার পোস্টে দৃশ্যত গুম কমিশনের কাছে সালাহউদ্দিন অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্ন তুললেও বাস্তবে নিজেকে সাংবাদিক দাবি করলে এটা জানার কথা যে, বিএনপির এই নেতা গুম কমিশনে ভিকটিম হিসেবে অভিযোগ ও বিবরণ দিয়েছেন। (আর না জেনে থাকলে পোস্ট করার আগে তা গুগল করে জেনে নেয়া দরকার ছিল)। এই বিষয়গুলো ইন্ডিকেট করে জেনেশুনেই ভুল বার্তা ছড়াতে (যারা জানেনা তাদের কাছে) তিনি প্রশ্নটি তুলেছেন।

আর এদিকে সেই ইনটেনশনালি বিভ্রান্তিকর প্রশ্নটির প্রচার করতে এটার ওপর প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। পত্রিকাটি ইলিয়াসের প্রশ্নের সাথে কনটেক্সট যোগ করেছে এমনভাবে যেন ইলিয়াসের প্রশ্নটিতে আরোপিত ভুল বার্তাটি আরো জোরালো হয়।

অথচ, আরেকটি কনটেক্সট যে ছিল এই ঘটনার সেটা হচ্ছে, সালাহউদ্দিন গুম কমিশনে অভিযোগ দিয়েছেন-- সেটি যোগ করেনি ইত্তেফাক! মানে, তারা গুগল সার্চ করে কনটেক্সট নিয়েছে কিন্তু বিভ্রান্তি দূর করতে যা দরকার সেটি সার্চ করেনি!

এভাবে ইলিয়াসের ছড়ানো ডিসইনফরমেশন এম্প্লিফাই করতে ভূমিকা রাখছে এই পত্রিকা যেটি ২৪ সালের আগে ইলিয়াসকে নিয়মিত সাইবার অপরাধী হিসাবে তুলে ধরে গোয়েন্দাদের বরাতে নিউজ করতো।

কদরুদ্দিন শিশির