Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা আবেদন (রিট) আজ হাইকোর্ট থেকে বাতিল হয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রায়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর কাকরাইল মসজিদ মোড় এলাকায় চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা উৎসাহ ও উচ্ছ্বাসে ফেটে পড়েন।

তারা মুহুর্মুহু স্লোগানে বলতে থাকেন—

 “এইমাত্র সংবাদ এলো, ইশরাক এখন মেয়র,”

 “এটা জনগণের জয়।”

পরে তারা কাকরাইল মোড় থেকে বিজয় মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে অগ্রসর হন।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে কাকরাইল মসজিদের আশপাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মৎস্য ভবন মোড়, কাকরাইলসহ সংলগ্ন সড়কজুড়ে নেতাকর্মীরা জড়ো হন এবং বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সড়ক দখল করে বিক্ষোভ চালান।

গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইশরাক হোসেন নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, “আমি দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে সরছি না।”

সেইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। এরপর তিনি কর্মসূচিস্থলে রাত প্রায় ১২টা পর্যন্ত অবস্থান করেন।

রাতভর নেতাকর্মীদের একটি অংশ কাকরাইল মোড়ে অবস্থান ধরে রাখেন এবং প্রতিবাদ অব্যাহত রাখেন।

 আজ বৃহস্পতিবারও তারা একই জায়গায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।