
কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনার দুই দিন পর পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।
সোমবার রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)। তারা সবাই কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।
মামলায় অভিযোগ করা হয়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা উভয় ইউনিটের নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। ঘটনার পর দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েক জনকে শনাক্ত করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দলীয় তদন্তের মাধ্যমে যদি কেউ অভিযুক্ত হয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আসামিদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে গত ১৭ মে সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংগঠনের একাংশের দাবি, ছাত্রদলের পদবঞ্চিতদের সমর্থকরাই এ হামলার পেছনে ছিল।