
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এর গ্রামের বাড়িতে চিঠি চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
রবিবার (১৮ মে) রংপুর শহরে সন্ধ্যা ছয়টায় ফ্যাসিবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের আজাদ হোমিও হল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। তিনি তার বক্তব্য বলেন "এই স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের কোন স্থান হতে পারে না। আখতার হোসেনকে উড়ো চিঠির মাধ্যমে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অতিসত্বর সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন অন্যথায় জাতীয় নাগরিক পার্টি জনসাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে তুলবে"।
আরো উপস্থিত ছিলেন আব্দুল মুনিম, তিনি আজকের এই বিক্ষোভ থেকে তিনি চারটি দাবি ইনট্রিম গভর্নমেন্ট কে দিয়েছেন; নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরকে দমন করতে হবে, যে কোনো ধরনের হত্যার হুমকি যে কারো জন্য কখনো শোভনীয় নয়, চরিত্র হনন অপপ্রচার ও গুজবে যারা লিপ্ত তাদের পরিচয় উন্মোচন করতে হবে এবং জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম কনক বলেন, আখতার হোসেন ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমরা মনে করি আখতার হোসেনের উপর এই উড়ো চিঠি মাধ্যমে হুমকি মানে আঠারো কোটি মানুষকে হুমকি দেওয়ার সমতুল্য। অতিসত্বর এই হুমকি দানকারী সন্ত্রাসীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেই সাথে ফ্যাসিবাদের দোসরদেরকে আগামী ৩০ দিনের মধ্যে নিষিদ্ধ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে"।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলার সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান তিনি বলেন, "মাটি ও মানুষের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন রংপুরের কৃতি সন্তান আখতার হোসেনকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটি রংপুরের মানুষ কোনভাবেই মেনে নিতে পারেনি তাই আজকের এই বৃষ্টি উপেক্ষা করে সকলেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় প্রতিবাদ জানিয়েছে। অতিসত্বর অপরাধী কে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে"।
আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগরের সংগঠক এম আলমগীর।তিনি বলেন "আখতার হোসেন, শুধু একজন ব্যক্তি নয় বরং তিনি হলেন আমাদের নতুন বাংলাদেশের একটি জাতীয় সম্পদ। আমরা যদি এই জাতীয় সম্পদকে রক্ষা করতে না পারি জাতি হিসেবে আমরা কখনোই উন্নতি লাভ করতে পারব না। সুতরাং আখতার হোসেনের উপরে উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি আমাদেরকে আতঙ্কিত করে তোলে। আমরা আমাদের সিদ্ধান্ত ইন্টেরিম সরকারকে কে জানিয়ে দিতে চাই অতি সত্বর অপরাধী কে চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। ইনটেরিম সরকার আপনাকে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিলাম আপনি পদক্ষেপ নিন চিহ্নিত করুন ফ্যাসিবাদের দোসর কে নিষিদ্ধ করুন।
জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন বলেন, "আখতার হোসেনের উপরে হত্যার হুমকি মানে আমাদের কে দাবিয়ে রাখার চক্রান্ত। আমরা এই সন্ত্রাসী বাহিনীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের শাস্তি দাবি করছি। অন্যথায় আমরা আরো গভীর আন্দোলন গড়ে তুলব। পরিশেষে এমআই সুমন, সংগঠক জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর সমাপনী বক্তব্য দিয়ে নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।