Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যা দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।

আজ রবিবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকালে এ মন্তব্য করেন তিনি।

গণেশ চন্দ্র রায়, ‘গত ৫ আগস্টের পর ‘ছাত্ররাজনীতি চায় না’ বলে সাধারণ শিক্ষার্থী নামধারী কিছু গুপ্ত সংগঠনের কর্মীরা ক্যাম্পাসে মবোক্রেসি করেছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি, কারা মবোক্রেসিকে উসকে দিয়েছে। আমরা জানতে পেরেছি, এই ভিসির ‘সাহায্যে’ তারা এই মব করেছে। আজ থেকে এই ভিসিকে আমি মাননীয় বলা বাদ দিয়ে ‘ফাদার অব মবোক্রেসি’ বলে আখ্যা দিলাম। আমি এই অমাননীয় ভিসি এবং ব্যর্থ প্রক্টরের পদত্যাগের দাবি করছি।’

সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘জুলাই-আগস্টকে বিক্রি করে একদল শিক্ষার্থী টেন্ডার বাণিজ্য করছে। তাদের কোন ক্ষমা করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা জুলাই রক্তের উপর দিয়ে প্রশাসনে বসেছেন। ছাত্রদল গত ৯ মাস প্রশাসনকে সহযোগিতা করেছে। কিন্তু এখন পদত্যাগ চাওয়ার কারণ প্রশাসন জুলাই-আগস্টের সম্মুখ সারির নেতৃত্ব সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা একদল শিক্ষার্থীকে দেখছি, তারা নাকি সাধারণ শিক্ষার্থী। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা সাম্য হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা ভারতের দালালি করেছে তারা ভারতে পালিয়েছে। আপনারাও কারোর দালালি করলে আপনাদেরও পালাতে হবে।’

এর আগে সাম্য হত্যার বিচার চেয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলটির নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন।