Image description

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক এক ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লেখেন, "আজব এই ফ্যাসিবাদ। ক্ষমতায় থেকে গণহারে বিরোধী লোকদেরকে মেরেছে। এখন দিল্লীতে বসে নিজ দলের লোকদেরকে মার খাওয়াচ্ছে।"

ড. তুহিন মালিকের মন্তব্যে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতির দ্বিমুখী আচরণ ও অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত পাওয়া যায়।

তিনি ফ্যাসিবাদী শাসনের রূপ ও এর আত্মঘাতী প্রবণতার বিষয়টি তুলে ধরেন, যেখানে একসময় বিরোধীদের দমন করা হলেও এখন একই নেতারা নিজের দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।