
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন হয়েছে।
রোববার দেশের বিভিন্ন জায়গায় এসব কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান, ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরী শামীম, সদস্য সচিব আল আমিন ভূইয়া জুয়েল।
গৌরীপুর সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার। বক্তব্য দেন- গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, আল ইমরান খান, মহিউদ্দিন তালুকদার আকাশ, সদস্য তাওহীদুল ইসলাম সরকার, গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, সদস্য শাহীনুল ইসলাম হৃদয় প্রমুখ।
নেত্রকোনায় সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবীবুর রহমান দোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, কালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) প্রান্ত পাঠান।
জাবি মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় বক্তব্য দেন- শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী, আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
ফরিদপুরে প্রতিবাদ সমাবেশে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন।
বিরলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শিহাব ইমতিয়াজের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে।