Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে শিক্ষকরাও অংশ নেন। রোববার (১৮ মে) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে থানা ঘেরাও করেন তারা।

এর আগে গত শুক্রবার সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা। এই সময় শেষ হলে তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেন।

রোববার বেলা ১১টা থেকে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ থানা অভিমুখে অগ্রসর হন। পরে থানার প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে রোববার সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময়ের মধ্যে প্রকৃত খুনিকে বের করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা বিচাররে দাবিতে থানার সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা আগে তারা চলে গেছেন।

আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের বলেছি, মামলা তদন্তাধীন, তাই এ নিয়ে অনেক কিছু বলা যায় না।তবে মামলার অগ্রগতি আছে। আমরা তাদের বলেছি, আমাদের কাজটা করতে দেন, আমার আপনাদের সময়সীমা জানাব। এরপর তারা চলে গেছেন।

তিনি বলেন, আসলে এত দ্রুত কোনো কিছু করলে যদি নিরপরাধ ব্যক্তি এর আওতায় চলে আসে, তাহলে তো বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। এ জন্য আমরা সতর্কভাবে তদন্ত করছি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এলাকার ঘটনা, তাই কোয়ালিটি তদন্ত করছি আমরা।