Image description

সাংবাদিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী যুক্তরাষ্ট্রের প্যানসেলভেনিয়ার বিখ্যাত রবার্ট মরিস বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিষ্টেমস এন্ড কমিউনিকেশনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন কমেন্সমেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মিসেল এল প্যাট্রিক আনুষ্ঠানিকভাবে তাঁর পিএইচডি ডিগ্রীর ঘোষণা দেন এবং সনদ হস্তান্তর করেন।

তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ছিল- ‘Analysis of Public Sentiment and the Use of Hybrid Warfare Strategies on Twitter during the 2022-2023 Ukraine-Russia War’. তাঁর পিএইচডি সুপারভাইজার ছিলেন কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. সান এ. পার্ক। পিএইচডি কমিটি মেম্বার ছিলেন যথাক্রমে ড. এন জেবরো, ও ড. ফ্রাঙ্ক এইচ হার্টেল।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিটি ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে জাতীয় নিরাপত্তায় দ্বিতীয় মাষ্টার্স সম্পন্ন করেন।