
সিলেট নগরে নির্মলেন্দু দাশ রানা নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকে গণপিটুনির পর পুলিশে দেওয়া হয়েছে। গতকল মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে নগরের রিকাবীবাজার এলাকায় মদনমোহন কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসা শেষে বুধবার (১৪ মে) একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গণপিটুনির শিকার নির্মলেন্দু হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ৭ নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা গেছে, নির্মলেন্দু দাশের সন্তানরা পড়ালেখার সূত্রে সিলেটে থাকেন। এ কারণে তিনি সিলেট ও নবীগঞ্জে আসা যাওয়ার মধ্যে থাকেন। গত মঙ্গলবার নবীগঞ্জ থেকে আসা তার দুই বন্ধু গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন ও আওয়ামী লীগের নেতা মোস্তাক আহমদ মিলু ফোন দিয়ে দেখা করতে চান।
বুধবার পুলিশ তাকে নগরের ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা মো. জলিলের করা ১৭ অক্টোবরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’