Image description

গাজীপুর মহানগরের পূবাইলে আওয়ামী লীগ নেতাকে আটক করলেন থানার এসআই নাসির আর ফোন করে ছেড়ে দিলেন ওসি শেখ আমিরুল ইসলাম। 

সোমবার দুপুরে এমন ঘটনা ঘটেছে পূবাইল মেট্রো থানার ৪১নং ওয়ার্ডের পূবাইল বাজারে। পরে ওই রাতে গোবিন্দ পোদ্দারের সঙ্গে দেখা করেন এসআই নাসির। তারপর থেকে গোবিন্দ পোদ্দারকে এলাকায় পাওয়া যাচ্ছে না। এমনকি তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।

আটক করে ছেড়ে দেওয়া আওয়ামী লীগ নেতা হলেন পূবাইল থানার ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোবিন্দ পোদ্দার।

সাব-ইন্সপেক্টর (এসআই) নাসির যুগান্তরকে জানান, গোবিন্দ বাবুকে দুপুরে তার পূবাইল বাজারের দোকান থেকে আটক করি। তার মোবাইল চেক করেছি। তার কোনো পোস্টারিং, আওয়ামী লীগের কোনো মিটিং-মিছিলে যাওয়ার সত্যতা পাইনি। কোনো রেফারেন্স না পাওয়ায় পরে ওসি স্যার তাকে ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেই।

আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, আমার নলেজে এটা নেই। আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগ নেতাকে ছাড়ার রেকর্ড নাই। এসব আজগুবি খবর কই পান।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) ডিসি এনএম নাসিরুদ্দিন যুগান্তরকে জানান, তদন্ত করে সত্যতা পেলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।