
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের প্রায় সব মামলার এজাহারভুক্ত আসামি। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি গা ঢাকা দেন। এর মধ্যে আজ শনিবার সোহেল আহমদ বাহাদুর তার বাসায় অবস্থান করার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল বাসায় অভিযান চালায়। অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।