Image description

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, আওয়ামী লীগের নেতারা অনেকবার বিএনপির রাজনীতি নিষিদ্ধের কথা বলেছে, এখন কিছু সুশীল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করছে।

এরা আসলে সুশীল না , এরা হলো দালাল। এই সব দালালরা সব সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এরা আন্দোলনের সময় ঘুমিয়ে ছিল। এরা তো আর রক্ত দেয় নাই, তাই রক্তের মূল্য বুঝে না।

 

এই সব কথিত সুশীলদের চিহ্নিত করে জাতীয় ভাবে বয়কট করতে হবে। 

সূত্রঃ https://www.facebook.com/share/p/16cegAjULy/