
জুলাই অভ্যুন্থানে সবচেয়ে বেনিফিশিয়ারি হলো বামরা। এদের কেউ মারা যায়নি, আহত হয়নি, পঙ্গু হয়নি।
কিন্তু সরকারের ও বিশ্ববিদ্যালয় গুলোর গুরুত্বপূর্ন অনেক পদ এরা দখল করে বসেছে। এখন বিএনপির ভেতরে বাম ঘরানার বিশেষ করে সিপিবি - ছাত্র ইউনিয়ন ব্যাক গ্রাউন্ডের সবাইকে এরা এক করছে।
বিএনপির ঘাড়ে উঠে বসেছে। আলীগ নিষিদ্ধের যে কোনো তৎপরতার বিরুদ্ধে এরা সোচ্চার। মনে হবে এরাই বিএনপির আসল ভয়েস। কিন্তু বিএনপির গ্রাম গঞ্জের নেতাকর্মীদের জিজ্ঞেস করেন এরা এসবের সাথে নাই।
আলীগ নিয়ে তারা ভয়ে শঙ্কায় এবং মোকাবিলায় প্রস্তুত। বিএনপির ওপর বামদের আধিপত্য দলটির জন্য ভয়াবহ শঙ্কার কারন। মান্নান ভুইয়া এর একটি দৃষ্টান্ত। এমনকি বামঘেষা বি চৌধুরীও বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
জেনারেল মাহবুব ও তার স্বজনরাও এরমধ্যে আছেন। বিএনপিকে এরা সুকৌশলে বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছে।