
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরকারি আকবর আলী কলেজে এই ঘটনা ঘটে।
হামলায় আহত রিয়াদ হোসেন (২২) সরকারি আকবর আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। ওই কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত ও তার অনুসারীরা এই হামলা করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, রিয়াদ হোসেন কলেজে প্রবেশের সময় একই শ্রেণির শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রেকাত তাকে বাধা দেন। পরে রেকাতের নেতৃত্বে কয়েকজন রিয়াদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।
ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি গোলাম মোস্তফা সাদ জানান, রিয়াদের হাতে ছাত্রশিবিরের কিছু প্রকাশনা দেখতে পেয়ে তারা উত্তেজিত হন। তাছাড়া সম্প্রতি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে এই হামলা চালানো হয়েছে। এ হামলায় পৌর এলাকার ঝিকিরা গ্রামের সোহাগসহ বেশ কিছু বহিরাগতরা অংশ নেয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আলহাজ উদ্দিন। তিনি জাগো নিউজকে বলেন, ছাত্রদলের কাছ থেকে এ ধরনের সন্ত্রাসী আচরণ আমরা প্রত্যাশা করি না। এই ধরনের হামলা এক সময় পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করত।
বিএনপি নেতার ওপর হামলায় ছাত্রশিবিরের কোনো সদস্য জড়িত ছিল না, সেটাও চ্যালেঞ্জ করে জানান তিনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
হামলার বিষয় জানতে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।