
ঐকমত্যের বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের একটি প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
আমির খসরু বলেন, আমরা দেশে বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে- এটা তো একটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনা করেছিলেন। বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দর্শন, চিন্তা-ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে, সেটা আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, এ বিষয়গুলো কেনো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না। এটাই প্রশ্ন।
এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খসরু আরও বলেন, ইতিমধ্যে সবাই জমা দিয়েছে। অনেকদিন সময় চলে গিয়েছে। আলোচনা শেষ। কোথায় ঐকমত্য হয়েছে, এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগবে না। জাতিকে জানান, কোথায় ঐকমত্য হয়েছে, জাতি জানুক। ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদে সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। এটা আগামী দিনের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না।