
ইসরায়েলি অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা ও দুর্ভিক্ষের চিত্র দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। এমন পরিস্থিতিতে Médecins Sans Frontières (MSF) বা ‘সীমানাহীন চিকিৎসক’ সংস্থা জানিয়েছে, তাদের গাজা সিটির ক্লিনিকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার গত দুই সপ্তাহে তিনগুণ বেড়ে গেছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো গাজায় দ্রুত গভীরতর মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিচ্ছে। প্রতিদিন নতুন করে ক্ষুধাজনিত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কারণ ইসরায়েল খুব সীমিত পরিমাণে সাহায্য প্রবেশ করতে দিচ্ছে।
MSF জানিয়েছে, গত সপ্তাহে তাদের ক্লিনিকগুলোতে যেসব শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে এক চতুর্থাংশই অপুষ্টিতে ভুগছেন। শুধু গাজা সিটির ক্লিনিকে মে মাসের পর থেকে অপুষ্টিজনিত চিকিৎসার জন্য আগত রোগীর সংখ্যা চারগুণ বেড়েছে।
MSF বর্তমানে গাজায় এক হাজারেরও বেশি কর্মী নিয়ে কাজ করছে এবং মাতৃত্বকালীন যত্ন থেকে জরুরি অস্ত্রোপচার পর্যন্ত নানা ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতির জন্য MSF একটি "ইসরায়েলি পরিকল্পিত ক্ষুধানীতিকে" দায়ী করেছে। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা অভিযোগ করছে যে, ইসরায়েল গাজার জন্য সহায়তা প্রবেশ কার্যত অবরুদ্ধ করে রেখেছে, এবং এর ফলে এই ক্ষুধা সংকট আরও চরম আকার ধারণ করেছে।
এদিকে আরব নেতাদের কাছ থেকে গাজার এই অবুঝ শিশুদের জন্য নিন্দা প্রস্তাব ছাড়া দৃশ্যমান কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।
সূত্র: দ্যা গার্ডিয়ান