Image description

দক্ষিণ-পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন ১৩ জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল ও রয়টার্স জানায়, দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন তিন বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে, হামলার পর তারা নিজেরা আত্মহত্যা করেছেন।

পৃথকভাবে সরকারি আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় তিনজন হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির মতে, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালিরি বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে এক বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন।

ইরানি গণমাধ্যমের মতে, পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল (আরবি অর্থ ‘বিচার বাহিনীর সেনা’) এই হামলার দায় স্বীকার করেছে।