Image description
 
 
নোয়াখালীর প্রথম শহীদ রিজভীর একমাত্র ছোট ভাই লিমনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা লীগের আমলে লীগের সাপোর্টে ছিলো, এখন এদের শেল্টার দিচ্ছে বিএনপি নেতারা (লিমনের ভাষ্যমতে)।
 
এর আগেও লিমনের উপর দুই-দুইবার হামলা করা হয়েছিলো, হামলাকারীদের শেল্টার দিয়ে বরাবরই সেইফ রেখেছে নব্য ফ্যাসিস্টরা।
 
লিমনের অবস্থা আশঙ্কাজনক, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় আনা হচ্ছে।
 
আন্টি ফোন দিয়ে কান্নায় কথা বলতে পারছেন না, আমার ওনাকে স্বান্তনা দেয়ার কোন ভাষা ছিলো না। ওনার একমাত্র জীবিত সন্তান!
 
জাস্ট এতটুকুই জানালাম, এর বেশিকিছু আর লিখতে পারছি না। হাত কাঁপে...
 
উৎস:  FacebookAbdul Hannan Masud