
শিক্ষার্থীদের ওপর হামলা ও অত্যাচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। আজ রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল গণি টুটুল (প্রাক্তন ইতিহাস বিভাগের শিক্ষার্থী) এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।
আটকৃত আতাউল গণি টুটুল বলেন, ‘আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম এবং রাজনীতি করেছি। পরে পদত্যাগ করেছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে স্টোরকিপার হিসেবে চাকরি করি।’
অপর আটককৃত আকরাম হোসেন বলেন, ‘আমি আজ মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে এসেছিলাম। তখন আমাকে ধরে নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। তখন সবাইকে নিয়ে যাওয়া হলে আমিও গিয়েছিলাম। এরপর আর কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না। আমার কোনো পোস্টও ছিল না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করেন। পরে আমাদের কাছে আনা হলে আমরা তাদের প্রক্টর অফিসে নিয়ে যাই। তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কি না, সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহাদি হাসান জুয়েল বলেন, ‘এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা বসে দ্রুত একটা সিদ্ধান্ত নেব।’