Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রবিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আব্দুল্লাহ মু. আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।