
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলাউদ্দিন মোহাম্মদ এক বক্তব্যে আওয়ামী লীগকে কঠোর ভাষায় সমালোচনা করে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "আওয়ামী লীগের হেডকোয়ার্টার এখন দিল্লি, কলকাতা, ত্রিপুরায়। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।"
তিনি অভিযোগ করে বলেন, “আজকের গণহত্যার বিচার না হলে আগামী দিনে আমাদের আরেকটি গণহত্যার জন্য প্রস্তুত থাকতে হবে।”
এনসিপি নেতা আরও বলেন, "এটা এখন বাংলাদেশের জনগণের নিরাপত্তার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন। তাই আওয়ামী লীগের বিচার, তাদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং দলটিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।"
তিনি জানান, এনসিপি জনগণের স্বার্থে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে রয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।