Image description
 

জাতীয় পার্টির কিছুটা  সংস্কার করে এটিকে নৈতিক ও কাঠামোগত দিক থেকে আরও মজবুত করে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।ভবিষ্যৎ রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান কী হবে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সামনের দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটা বড় ভূমিকা রাখবে। আমার মনে হয় যে ভবিষ্যতে আমার এই কথা ফলবে। দেশের নেতাকর্মীদের কাছে আমার ম্যাসেজটা খুবই পরিষ্কার। এটা ‘লাইফ অর ডেথ’ সিচুয়েশন। কোনো অল্টারনেটিভ আমি রাখছি না। যেহেতু তারা আমাদের দুইটাই ধ্বংস করতে চাচ্ছে। সংগঠনও ধ্বংস করতে চাচ্ছে, আমাদের রাজনীতিও ধ্বংস করতে চাচ্ছে। এখন আমাদের কোনো কিছু বাঁচানোর নাই। বাঁচলে দুটো নিয়েই বাঁচবো। মরলে দুটো নিয়েই মরবো।’তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলবো, মানুষ যদি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যেতে চায়, অর্থাৎ কোনো ইনফ্লুয়েন্সের বাইরে যেতে চায়, তাহলে তাকে একটি স্পেশাল ত্রাস দিতে হয়। এই ত্রাস দিয়ে সে একবার যখন চলে যাবে, তখন সে ওজন শূন্য অবস্থায় ভেসে থাকবে। সে অবস্থায় ভেসে আছি আমরা এখন। এই পরিস্থিতিতে সবার ভর একই থাকে। সকল নেতাকর্মীদের ভর এখন সমান। এবং যে ভাল করবে সে সামনে যাবে।

 

জিএম কাদের বলেন, ‘আগেকার দিনে আমাদের যে একটা স্ট্রাকচার ছিল, ঐ স্ট্রাকচারের কারণে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ ছিল, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বেচাকেনার সুযোগ ছিল, এটা সামনের দিনে আমরা আর অ্যালাউ করবো না। ভবিষ্যতে আমরা যদি সঠিকভাবে চলতে পারি তাহলে আর নেয়ামক শক্তি থাকবো না। যদি সঠিক একটা নির্বাচন হয়, তাহলে প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে ভোট দিবে। আমাদের পার্টির লোক ছাড়াও যারা অন্যান্য দলকে ভোট দিতে পারবে না। কোথায় ভোট দিবে? তাদের জন্য অল্টারনেটিভ হিসেবে আমরাই দাঁড়িয়ে যাবো।’