আমরা ভাঙতে পারি, গড়তে পারি না: রাশেদ খান

Image description
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এর পরে এই দল কোনভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। আমরা ভাঙতে পারি, গড়তে পারি না। এদেশের বিপ্লবী জনতা হাসিনার মসনদ ভেঙেছে, কিন্তু নতুন করে গড়তে না পারলে এই বিপ্লব ব্যর্থ হবে।

সোমবার (২৪ মার্চ) যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় রাশেদ খান সকল রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্ববান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য না গড়তে পারলে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগের বিচার হবে না। রাষ্ট্রের সংস্কার পিছিয়ে পরবে। অন্তর্বর্তী সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের দায়িত্ব অনেক। যদি অন্তর্বর্তী সরকার গণ হত্যার বিচার না করতে পারে, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচন তো দূরের কথা, আগামীতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর ফিরে আসার কোন সুযোগ নেই। আর যদি কোন দিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কিন্তু কেউ রেহাই পাবেন না। আওয়ামী লীগ এসে আমাদের সকলকে ফাসিতে ঝুলাবে। তাই জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষীদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই এক থাকতে হবে।

রাশেদ আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাড় করানোর চক্রান্ত করা হচ্ছে। অথচ এই অভ্যুত্থানে সেনাবাহিনী ভূমিকা না রাখলে কখনোই এই বিপ্লব সফল হতো না।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খোকন, বিশিষ্ট কলামিস্ট, গবেষক বেনজিন খান, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি এ.বি.এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।  


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder