
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “বাংলাদেশে উগ্রবাদের কোনো অস্তিত্ব থাকবে না।” তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়।”
উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বেগমগঞ্জের আট শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বরকত উল্লাহ বুলু বলেন, “শেখ পরিবারের বিচার বাংলার মাটিতেই করতে হবে।”
তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “অতি দ্রুত কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্রবাদীদের অবস্থান দেখতে চাই না।”
বিএনপি নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দলীয় নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।