Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সারজিস আলমের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে অস্বস্তি-অসন্তোষ বিরাজ করছে। আজ রোববার দুপুরে সংগঠনটির হোয়াটসঅ্যাপ গ্রুপে সারজিসের পোস্টের লিংক শেয়ার করার পর নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপে খালিদ সাইফুল্লাহ নামের এক নেতা লিখেছেন, ‘গুটিকয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তাপ্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তাঁরা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন; সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে, সেটি নিয়েও তাঁদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রেটি ফেইস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন।’

মোল্যা রহমতুল্লাহ নামের একজন গ্রুপে লিখেছেন, ‘জ্যেষ্ঠ নেতারা কোনো রাজনৈতিক পোস্ট করার আগে কমপক্ষে ২-৪ জনের সঙ্গে আলোচনা না করে ফেসবুকে পোস্ট করবেন না। এটা না হলে ফেসবুকেই আমাদের রাজনীতির কবর হয়ে যাবে।’

সাইফুল্লাহ হায়দার নামের এক নেতা গ্রুপে লিখেছেন, ‘আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন, আমরা অনেক পপুলিস্ট, এভাবেই রাজনীতি করব; ইচ্ছা হলে থাকেন, না হলে চলে যান।’ আরেকজন লেখেন, ‘দল গোল্লায় যাক, ওনাদের অলওয়েজ লাইম লাইটে থাকতে হবে।’

আরেক নেতা লিখেছেন, ‘একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না। দলের কথাও ভাবতে হবে।’ আরেকজন নেতা লিখেছেন, ‘গত সাধারণ সভায় আলাপ উঠেছিল, ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয়। কিন্তু কে শোনে কার কথা!’

আরেক নেতা লেখেন, ‘যে যার মতো পোস্ট দিয়ে দিচ্ছেন, পাবলিক পোস্টে একজন অন্যজনের বক্তব্য খারিজ করছেন—এসব কী চলছে?’