
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার জেরে সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সাজিদা ফাউন্ডেশন। আজ রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন ফারিয়া নিজেই।
গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান। পরদিন ঘটনাটি তদন্ত করার কথা জানায় সাজিদা ফাউন্ডেশন। ফারিয়া আজ সন্ধ্যায় আরেক পোস্টে জানান, রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা সাজিদা ফাউন্ডেশন থেকে তাকে জানানো হয়েছে।
ফেসবুকে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’
'সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়' বলে উল্লেখ করেছেন ফারিয়া।
গত ১৬ মার্চ শবনম ফারিয়া, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে। কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় অভিনেত্রীকে। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো। সেই ভিডিও ক্লিপের নিচে মন্তব্য করেছিলেন রাকিবুল।