Image description

রাজধানীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় বিকাল ৪টা থেকে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা। তবে প্রায় দুই ঘণ্টা ধরে সেনাবাহিনীর একটি দল, শ্রম কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক চলছে। ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক শ্রমিক ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে বিকাল সোয়া ৩টায় হার্ট অ্যাটাক করে মারা যান গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার রাম প্রসাদ সিং।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকাল ৪টা থেকে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরাবিকাল ৪টা থেকে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা

তাকে হাসপাতালে নিয়ে আসা একই গার্মেন্টসের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া ও শ্রমিক সংগঠনের রমজান আলী জানান, গত ১৮ মার্চ থেকে বকেয়া বেতনের দাবিতে চাকরিচ্যুত ওই গার্মেন্টেসের শ্রমিক-কর্মচারীরা রাজধানীতে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন। সেখানে রাম প্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

 

রাম প্রসাদ ফেনী জেলার ফুলগাজী উপজেলার কার্তিক কুমার সিংয়ের ছেলে। তার ভোটার আইডি কার্ডে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ঠিকানা দেওয়া থাকলেও তিনি বর্তমানে থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায়।

482586473_1290661568895257_2966918517774146793_nপুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন ভবনের বাইরে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শুনেছি ওই লোকটি স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেকে নিয়ে আসা হয়।