Image description

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে জিইসি কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে পরিচিত।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হন। গুলিবিদ্ধ দুজন হলেন- জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তাঁরা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান। তিনি শরিফুলের অনুসারী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ জমা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।