
সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে নিজেদের মতামত ও অবস্থান তুলে ধরেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে অবস্থান তুলে ধরে দলটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এলডিপির সঙ্গে বৈঠকে বসে কমিশন।
দলটির চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি প্রশ্নমালার মধ্যে ১২০টির বিষয়ে এলডিপি একমত। বাকি ৪২টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয়। দুটো প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। আর দুটি প্রস্তাবের বিষয়ে তারা এখনো স্পষ্ট নয়।
তবে কোন কোন প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত বা একমত নয়, তা খোলাসা করেননি তিনি।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এবং সদস্য পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন সংলাপে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অলি আহমেদ নেতৃত্বে এলডিপির ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন-মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কে কিউ সাকলায়েন, ওমর ফারুক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।