
ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কাশেম জালসা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।
জানা গেছে, আজ দুপুরে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করেন। পরে দুপুর ১টার দিকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, ‘ আজ বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।’
নিহত আবুল কাশেমের ছেলে কামরুল ইসলাম বলেন,‘আমার বাবাকে বিএনপির নেতাকর্মীরাই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। বাবার হত্যাকারীদের বিচার চাই। ’
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।’
গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ‘ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে বিএনপির আরেক গ্রুপের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। কিছুদিন আগে ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মফিদুলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছিল।’
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ’