
ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একাত্তরে নয় মাস জীবনপণ যুদ্ধ করে যারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আড়াল করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও যেমন অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪- এর জুলাই-আগস্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকৃষ্টতর স্বৈরশাসকের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তেমনি অনেক ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জনআকাঙ্খা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান, বিএনপিকে কোনো ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারে নাই, আগামীতেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগীকর্মীদের ওপর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ১৭ বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সবচেয়ে পেছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে। যারা ত্যাগ শিকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে।
এতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আমীরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. আবু সাইদ সুইট, জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মো. মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নুর কায়েম সবুজ, এ্যাডভোকেট সিমকী ইমাম খান, অধ্যাপক আবু হাশেম প্রমুখ।