
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ও দায়বদ্ধ সরকারের প্রতীক্ষায় আছে জনগণ। ইতোমধ্যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, বিগত তিনটি নির্বাচনে যুব সমাজ ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। নির্বাচিত সরকারের অপেক্ষায় এবং দায়বদ্ধ সরকারের প্রতীক্ষায় আছে জনগণ।
তিনি বলেন, যাদের কোনো জনসমর্থন নেই, জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারাই বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদারসহ অন্যরা বক্তব্য দেন।