Image description

নতুন রাজনৈতিক দলটির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এক টকশোতে বলেন, “রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে।” তাঁর এই মন্তব্য নিয়ে চরম আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

রাজার দল বলার বিষয়ে তিনি বলেন, “রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে। দেখুন এটি সেই দল যেই দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস খোলামেলা ভাবে আবারো বিদেশী একটি গণমাধ্যমকে বলেছে আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে। কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে। তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি।”

রুমিন ফারহানা নির্বাচনের সময়সীমা নিয়ে অস্পষ্টতা নিয়ে কিছু বক্তব্য রাখেন। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা বলা হলেও, প্রধান উপদেষ্টা বলছেন কখনও জানুয়ারি, কখনও ফেব্রুয়ারি, আবার মার্চও হতে পারে। আমরা এই অস্বচ্ছতার মধ্যে কিছুটা বিভ্রান্তি অনুভব করছি।”

এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি জানান, “আমি এলাকায় খুবই রেগুলার যাই।কারণ কালকেও যদি নির্বাচন হয় সেটা যেন আমার জন্য কোন হঠাৎ আসা চমক না হয়। নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে। আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে। তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় শখানেকের উপর কেন্দ্র আছে। ৮৫ টা কেন্দ্র আমার একটা উপজেলায়, আরেকটা উপজেলায় প্রায় ৫৪ টা কেন্দ্র। ১৫০ এর মতন কেন্দ্র আছে আমার। এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয়। আই এম রেডি ফর দা ইলেকশন।”


রুমিন ফারহানা সরকারের সংস্কারের বিষয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, “ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে। কারণ এটি নির্বাচিত সরকার নয়। এটি অন্তর্বর্তীকালীন সরকার। সো নির্বাচিত সরকারের চেয়ে মেয়াদ কম হবে। কিন্তু তিনি ঠিক পরিষ্কার করলেন না। পাঁচ বছরের চেয়ে কম হবে বাট ঠিক কত কম, কতদিন কম। পাঁচ বছরের চেয়ে কম তো আসলে চার বছর ১১ মাসও হতে পারে। উই ডু নট নো। উনি সেটা পরিষ্কার করলেন না।”


এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি আসলে রাজার দল। আমি আরো একটি শোতে এটিকে রাজার দল বলেছি। ইনফ্যাক্ট বলতে বাধ্য হয়েছি। রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে। এটি সেই দল যেই দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস খোলামেলা ভাবে আবারো বিদেশী একটি গণমাধ্যমকে বলেছে আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে। কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দল এটিকে আসলে নষ্ট করে ফেলবে। তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। এটিকে আসলে আমি রাজার দল না বলি বা কি করে?”


তিনি আরও বলেন, “কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরুলেন তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব, মানে প্রথম প্রধান প্রেস সচিব যিনি, তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি তাই না? খুব গাড়ো এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি।”