Image description
 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান জাতীয় সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন দলটির সভাপতি নুরুল হক নুর।

নুর তার বক্তব্যে বলেন, “ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত-আধিপত্য বেড়েছে, অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়।”

আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে জানিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন নুরুল হক নুর।

 

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, “গণঅধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করিনি, তবে ভবিষ্যতে করবো কিনা তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”